।। একটা খুব চেনা গল্প ।।
রবীন্দ্রনাথ
ঠাকুর
পুর্ণেন্দু
পত্রী
জীবনানন্দ
দাশ
আরণ্যক বসু
সুকান্ত ভট্টাচার্য
ভাষ্য আজকে একটা
গল্প বলবো আপনাদের,
গল্পটা সবার-ই খুব চেনা, খুব জানা
মনে আছে?
অমিত বেড়াতে গিয়েছিল
শিলঙ পাহাড়ে
। সেদিন গল্পটার শুরু--
আঁকাবাঁকা সরু
রাস্তা ।
ডানদিকে জঙ্গলে
ঢাকা খাদ ।
এ-রাস্তার শেষলক্ষ্য অমিত-র বাসা ।
সেখানে যাত্রী-সম্ভাবনা নেই,
তাই সে আওয়াজ
না করে অসতর্কভাবে
গাড়ি হাঁকিয়ে
চলেছে ।
ভাষ্য এমন সময়ে
হঠাৎ একটা বাঁকের মুখে
এসেই দেখল,
আর একটা
গাড়ি উপরে উঠে
আসছে ।
পাশ কাটাবার
জায়গা নেই;
ব্রেক কষতে
কষতে গিয়ে পড়ল তার উপর-
পরস্পর আঘাত
লাগল
কিন্তু অপঘাত
ঘটল না ।
অন্য গাড়িটা
খানিকটা গড়িয়ে
পাহাড়ের গায়ে
আটকে থেমে গেল ।
No comments:
Post a Comment